রাঙানো সিঁথি
সোনাই
আমি দেখছি
তোর রাঙানো সিঁথি।
জানি
অবাধ্য হতে পারে
লোকলজ্জা, চাবুক
এমনকি বুলেট…
ধ্বংস হতে পাৱে
তোর উপত্যকার
কস-রস-গন্ধ
আজীবন নির্বাসিত হতে পারে
প্রেম।
সোনাই
আমি দেখছি
তার রাঙানো সিঁথি।
বুকে টেনে নিয়ে
জাপটে ধরা প্রেম
শীতল মৃদু কান্নায়
চোখ দিয়ে বৃষ্টি নামে
আমার মন-প্রাণ
বর্তমান-ভবিষ্যৎ শীতল হয়ে ওঠে।
মৃদু হাসির ঠোঁট
হাজার বছর বাঁচতে বলে
উফ…
অপূর্ব আনন্দময় স্পর্শ
নৈসর্গিক অনুভূতি।
আঘাত আসে
শিরদাঁড়া সোজা হয়
বেঁচে থাকার শব্দ শোনা যায় না।
সোনাই
বিশ্বাস কর
তোকে ছুড়ে ফেলে
মৃত্যুর জন্য
অপেক্ষা করতে পারব না।
সোনাই
আমি দেখছি
তোর রাঙানো সিঁথি…