ভৈরবদাস মিত্র
ভৈরবদাস মিত্রের জন্ম উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার চারঘাটে। গণিতে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অরিন্দম নদী হয়ে আছে’। অন্যান্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বৃষ্টি তোমাকে বলেছিলাম’, ‘পৃথিবীর জন্য চিঠি’। নাটক লিখতে এবং আবৃত্তি ও অনুষ্ঠান সঞ্চালনা করতে পছন্দ করেন।