শুদ্ধসত্ত্ব ঘোষ
শুদ্ধসত্ত্ব ঘোষ বিবিধ লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন ও দৈনিক, সাপ্তাহিক পত্রিকাদিতে নিয়মিত লেখেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি শাখায় বিচরণ। প্রকাশিত বই ‘মহাভারত’ (প্রথম থেকে ষষ্ঠ খণ্ড অবধি), ‘ভীষণ গোপনে বেঁচে আছি’ (কবিতা), ‘রঙ্গমঞ্চ’ এবং ‘ঘৃণার সীমান্তে’ (উপন্যাস)। লেখার পাশাপাশি নাট্য এবং চলচ্চিত্রের সঙ্গে স্বেচ্ছাশ্রমীরূপে যুক্ত।