অসম্পূর্ণ তৈলচিত্রটি বিশিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, অনুশীলন সমিতির অন্যতম পুরোধা, নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী, সংগঠনীর সভাপতি বিপ্লবতাপস রবীন্দ্রমোহন সেন অঙ্কিত।
ই এম এস নাম্বুদিরিপাদ (এলামকুলাম মনক্কল শংকরন নাম্বুদিরিপাদ) সহ অন্য নেতৃবৃন্দের সঙ্গে যখন কেরালার ত্রিবান্দ্রম (তিরুবনন্তপুরম) কারাগারে একত্রে ছিলেন, ওই সময় রবীন্দ্রমোহন কারাগারের জনৈক কর্মীর ছবি আঁকতেন। দীর্ঘ দিন দাড়ি না কাটার ফলে ওই কারাকর্মীর গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি ছিল। কিন্তু ঘটনাচক্রে ওই কর্মচারী বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জানান, এক বাঙালিবাবু তাঁকে দেখে ছবি আঁকছেন। স্ত্রী উৎসাহী হয়ে তাঁকে বলেন, তুমি ভাল করে দাড়ি কেটে গেলে তোমাকে আরও সুন্দর দেখতে লাগবে, ছবিও ভাল হবে। সেইমত পরদিন দাড়ি কাটিয়ে ফেললে ওই ব্যক্তির মুখের চেহারার পরিবর্তন হয়ে যায়, ফলে পক্বকেশ শ্মশ্রুগুম্ফ ছবিটি থেকে যায় অসম্পূর্ণ।

অসামান্য এই ছবিটি এখনও সংগঠনীর ট্রাস্ট কার্যালয়ে রয়েছে। ছবি ও তথ্যাদি প্রবীরকুমার রায়ের (দক্ষিণ চাতরা, উত্তর ২৪ পরগনা) সৌজন্যে প্রাপ্ত।