ছোটগল্প: আরণ্যক ও তার চালতাগাছ
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| চালতার কাণ্ডে হাত রাখতেই টিপটিপ করে দুটো পাকা চালতা পড়ল তার সামনে। আরণ্যক একটু হেসে, চালতাদুটো হাতে নিয়ে তার বন্ধুর দিকে কিছু সময় চেয়ে দেখল। মনে মনে বলল, ‘আসি বন্ধু, আবার কবে দেখা হবে জানি না!’ লিখেছেন শিবরাম দে।