ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| পঙ্কজকুমার সরকারের কবিতা।
রিয়া বুঝতে পারছে হাতটা ঘেমে উঠছে। এক এক করে খুলে যাচ্ছে দীর্ঘদিন অযত্নের আড়ালে থেকে থেকে ক্রমে শুকিয়ে আসা গ্রন্থিসমূহের উৎসমুখ। জিনের অনাবৃষ্টির উত্তর আকাশে মেঘ জমছে আবার। সেন্ট্রাল পার্কের উল্টোদিকে অটো থেকে নামার সময় তার মনে হল, সে যেন আর বছর তেত্রিশের রিয়া নয়। বছর তেইশের এক উচ্ছল নদী। সে আর শুকিয়ে যাবে না। ইহলোকের অলকানন্দার হিমবাহ আবার গলতে শুরু করেছে। এখনি তার মত ভেসে যাবে সব, পিছলে যাবে পথ।