ঠাকরুন
নতুন শিক্ষার্থীর হাতে আঁকা;
প্রথম জলরঙের ছবির মতো;
নিয়ন্ত্রণহীন ধ্যাবড়ানো—
একটা জীবন নিয়ে বসে আছি।
বুকে কথা আছে বোঝা যায়;
কিন্তু স্পষ্ট হয়ে ওঠে না রঙের ভাঁজে।
কে কাকে ঠেলেছে কে জানে!
জল রংকে নাকি রংই স্বয়ং—
জলকে ভেলা করে ভেসে গেছে অনেক দূরে!
কিংবা জল ও রং শ্যামল আত্মীয়তায় মিশে
কোথাও নির্মাণ করেছে এক অলঙ্ঘ সংকেত।
যেমন ধরো স্বপ্ন আর আবেগ,
কে কাকে ঠেলে কে কাকে ভাসায়!
কোন মুখ কোন জানলায় এসে থেমে যায়;
বোঝাই যায় না ঠিকঠাক।
তবু সেই ছবি হয়ে বসে থাকি;
একদিন হয়তো জলভরা ঝাপসা চোখে,
বউঠাকরুন নিজেকে ভেবে,
আলতো করে হাত বুলিয়ে ভাবতে বসবে;
তার সাথে কত যে মিল এ অধমের…
তাই এই সময়ের কাগজের পরে
জলছবি যেমনই হই
অকারণে মুছে যেতে পারি না।