Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অলিম্পিকের গোল্ড মেডেল কি খাঁটি সোনার

না, ২০২০ সালের টোকিও অলিম্পিক কমিটি ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে ‘ব্রোঞ্জ’ মেডেলই দিয়েছে, কিন্তু সেটা আসল ব্রোঞ্জ নয়। তাহলে অলিম্পিক কমিটি কি ভারতের সঙ্গে প্রতারণা করল? কিন্তু সেটাও তো বলা যাচ্ছে না। কারণ, জামাইকার মেয়ে এলিন টমসন হেরা ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে যে-পদকটা পেলেন, সেটাও আসল সোনা নয়। তাহলে কি মহিলা বলেই এঁদেরকে প্রবঞ্চিত করা হল। তা-ও নয়। ভারতে মীরাবাই চানু যে-পদকটা পেয়েছেন, সেটা তো খাঁটি রুপো। আসল ব্যাপারটা তাহলে কী? চলুন, ব্যাপারটা তাহলে একটু খুঁটিয়ে দেখা যাক।

অলিম্পিকের যেকোনও ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগী বা দলকে সোনা, রুপো আর ব্রোঞ্জের পদক দেওয়াটাই রীতি। কিন্তু এর মধ্যে একমাত্র রুপোর পদকটাই বানানো হয় খাঁটি রুপো দিয়ে। ৫৫০ গ্রামের এই পদকের পুরোটাই রুপো, কোনও খাদ নেই। আর এই বিশুদ্ধতার কারণেই, ইচ্ছে করলেই আপনি এই পদকটাকে অন্য কাজে লাগাতে পারেন। রসায়নের বিচারে বাকি দুটো পদকের থেকে এই রুপোর পদক অনেক বেশি কার্যকরী। আপনি চাইলেই এই রুপোর মেডেলটাকে ৯৬২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলিয়ে একটা চায়ের কাপে রুপোর প্রলেপ দিয়ে নিতে পারেন, কাচের ওপর টাংস্টেন আর এই রুপোর প্রলেপ দিয়ে তৈরি করে ফেলতে পারেন উন্নত মানের টাচ স্ক্রিন (স্মার্টফোন ব্যবহারের দৌলতে এই শব্দটা আমাদের কাছে এখন বেশ পরিচিত); তার জন্য আর কোনওরকম পরিশোধনের কোনও দরকার নেই।

মেডেল গলিয়ে অন্য কিছু বানানোর কথাটা যখন এসেই পড়ল, তখন অন্যরকমের একটা গল্প ছোট্ট করে বলে নেওয়ার লোভ সামলাতে পারছি না। যদিও সেটা গল্প নয়, একেবারে সত্যি ঘটনা, কিছুটা মনখারাপ করে দেওয়ার মতও বটে। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে হেভিওয়েট বক্সিংয়ে সোনা জিতেছিলেন ইউক্রেনের ভ্লাদিমির ক্লিৎশকো। কিন্তু সেই সময় থেকেই ক্লিৎশকোর মাতৃভূমি ইউক্রেন চরম দারিদ্রের শিকার। মানুষের দারিদ্র এমন একটা অবস্থায় পৌঁছেছিল যে, কয়েক লক্ষ ইউক্রেনবাসী তাদের সন্তান-সন্ততিদেরকে অনাথ-আশ্রমে রেখে দিতে বাধ্য হয়েছিলেন। দেশের বিভিন্ন শহরে দেড়-দুই লক্ষ পথশিশু ঘুরে বেড়াত খাবারের খোঁজে। এই সমস্ত যন্ত্রণাক্লিষ্ট শিশুদের পাশে দাঁড়ানোর তাগিদ নিয়ে ২০১২ সালে ক্লিৎশকো তার ভাইকে সঙ্গে নিয়ে গড়ে তুললেন এক সংস্থা। সিদ্ধান্ত নিলেন তাঁর অলিম্পিকে পাওয়া সোনার পদকটাকে নিলামে তোলার। দর উঠল ১০ লক্ষ মার্কিন ডলার। কিন্তু যিনি এই পদকটা কিনলেন তিনি যেটা করলেন, সেটা আরও চমকপ্রদ। ক্লিৎশকোর সংস্থাকে ১০ লক্ষ মার্কিন ডলার তুলে দেওয়ার সঙ্গে সোনার পদকটাও ফিরিয়ে দিলেন ক্লিৎশকোর হাতে। না, পদকটাকে গলিয়ে তিনি সোনার চামচ বানাননি।

কিন্তু প্রশ্ন হল ওই পদকটাকে গলিয়ে সত্যিই কি সোনার চামচ বানানো যেত? বোধ হয় না। কারণ, অলিম্পিকের সোনার মেডেলটা মোটেও বিশুদ্ধ সোনা নয়। তাই যদি হত, তাহলে পদকটা খুব একটা শক্তপোক্ত হত না। তাই সোনার পদকটা বানানো হয় ৫৫০ গ্রাম খাঁটি রুপো দিয়ে, তার ওপরে ৬ গ্রাম সোনার একটা প্রলেপ দেওয়া থাকে। সেই হিসেবে আজকের বাজারদর অনুযায়ী ওই সোনার মেডেলের দাম হওয়ার কথা ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে। অথচ ক্লিৎশকোর ওই মেডেল নিলামে বিক্রি হয়েছিল ১০ লক্ষ মার্কিন ডলারে। সুতরাং বুঝতেই পারছেন বাজারদরটাই সব কিছু নয়।

তবে চাইলে আপনি ওই পদক গলিয়ে নিখাদ সোনা বের করে আনতেই পারেন। কীভাবে? বলছি শুনুন। সোনা আর রুপো— দুটো ধাতুই বায়ুর সঙ্গে কোনও বিক্রিয়া করে না, অর্থাৎ এরা বেশ অনেকদিন টিঁকে থাকতে পারে। এদের মধ্যে আবার সোনার টিঁকে থাকার ক্ষমতা রুপোর থেকেও আরও কিছুটা বেশি। সোনার মেডেলটাকে গলিয়ে আপনি যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে দেন, দেখবেন রুপো ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অন্য একটা পদার্থ (সিলভার নাইট্রেট) তৈরি করে ফেলেছে, কিন্তু সোনা যেমন ছিল তেমনই রয়ে গেছে। এবারে সেই সোনাকে আপনি আলাদা করে নিতেই পারেন। তবে, আশা করি অলিম্পিকে সোনাজয়ী কোনও খেলোয়াড়ের এই দুর্মতি হবে না।

এবার তাহলে সিন্ধুর মেডেলের কথায় আবার ফিরে আসা যাক। আগেই বলেছি যে, টোকিও অলিম্পিকে পাওয়া সিন্ধুর ‘ব্রোঞ্জ’ মেডেলটা ব্রোঞ্জের নয়, ওটা পিতলের। তামার সঙ্গে টিন মিশিয়ে যে ব্রোঞ্জ তৈরি হয় তার সঙ্গে আমাদের পরিচিতি অনেক পুরনো। কিন্তু এই ‘ব্রোঞ্জ’ মেডেলটাতে আছে শতকরা ৯৫ শতাংশ তামা, আর বাকিটা দস্তা। তাই একে বরং ‘লাল পিতল’ বলে ডাকা যেতে পারে। তবে শিল্পক্ষেত্রে, বিশেষ করে জলের পাইপলাইনের ভাল্‌ভ বা অন্য যন্ত্রপাতি তৈরি করতে তামার সঙ্গে টিন, দস্তা আর সিসা মিশিয়ে যে লাল পিতল ব্যবহার করা হয়, তার তুলনায় এই মেডেলের ধাতু অনেকটাই বিশুদ্ধ। আর একটা মজার ব্যাপার হল, দুটো নরম ধাতু— তামা আর দস্তা— মিশিয়ে তৈরি করা এই সংকর ধাতুর ৪৫০ গ্রামের মেডেলটাই কিন্তু সবচেয়ে বেশি শক্তপোক্ত।

এ তো নয় গেল মেডেলের রসায়নের কথা। কিন্তু অন্য একটা কারণেও টোকিও অলিম্পিক সংবাদের শিরোনামে উঠে এসেছিল। গত কয়েক দশক ধরে ফেলে দেওয়া জিনিসপত্রকে অলিম্পিকের পদক তৈরির কাজে ব্যবহার করার একটা রেওয়াজ তৈরি হয়েছে। টোকিও অলিম্পিকেরও সমস্ত মেডেল তৈরির জন্য প্রয়োজনীয় সবরকমের ধাতুর পুরোটাই তুলে আনা হয়েছে ফেলে দেওয়া জিনিসপত্রাদি থেকে। আর এই ফেলে দেওয়া জিনিসগুলো সবই পুরনো হয়ে যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের মত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। অলিম্পিকের ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম।

উদ্যোগটা নিয়েছিলেন টোকিও অলিম্পিক কমিটি। তারা এই উদ্যোগের পোশাকি নাম দিয়েছিল ‘টোকিও ২০২০ মেডেল প্রজেক্ট: সকলের জন্য এক উদ্ভাবনী ভবিষ্যতের লক্ষ্যে’। কমিটি জাপানের মানুষজনকে পুরনো হয়ে যাওয়া ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এই প্রজেক্টে দান করার অনুরোধ জানায়। ২০১৭ সালের ১ এপ্রিল থেকে শুরু করে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এই যন্ত্রপাতি সংগ্রহের কাজটা চলেছিল। সারা দেশ থেকে এরকম যত পুরনো যন্ত্রপাতি পাওয়া গিয়েছিল তাদের ওজন হয়েছিল ৮ কোটি কিলোগ্রামের কাছাকাছি, এর মধ্যে ছিল প্রায় ৬২ লক্ষ বাতিল হয়ে যাওয়া মোবাইল ফোন। এবারে সরকারি আইন মেনে ওই সমস্ত যন্ত্রপাতি ভেঙে সেখান থেকে নানারকমের ধাতুকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়। পাওয়া যায় ৩২ কেজি সোনা, ৩৫০০ কেজি রুপো আর ২২০০ কেজি ওজনের তামা ও দস্তা। সেই সমস্ত ধাতু থেকেই তৈরি হয়েছে টোকিও অলিম্পিকের প্রায় হাজার-পাঁচেক পদক।

কিন্তু যে-বিষয়টা এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক, সেটা হল এই ধরনের ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ থেকে ধাতু বের করে আনার প্রক্রিয়া-প্রকরণ। সাম্প্রতিককালে এই বিষষটা নিয়ে মাঝেমধ্যেই বেশ হৈ-চৈ শোনা যায়। উপযুক্ত সুরক্ষা-ব্যবস্থা না থাকলে এই কাজে যুক্ত শ্রমিকদের দূষণজনিত কারণে অসুস্থ হয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, উপযুক্ত ব্যবস্থা না থাকলে স্থানীয় পরিবেশও যথেষ্ট পরিমাণে দূষিত হতে পারে। তাই অলিম্পিকের কাজকর্মের ক্ষেত্রেও এই ব্যাপারটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। সারা বিশ্ব জুড়ে মানুষজনের ওপর এরকম কোনও বিষক্রিয়া ইচ্ছায় বা অনিচ্ছায় ঘটে চলেছে কিনা সেটা নজরদারি করে বাসেল অ্যাকশন নেটওয়ার্ক নামে এক সংস্থা। অলিম্পিক সংস্থা সেই নেটওয়ার্কেরও সার্টিফিকেট পেয়েছে। সেই সার্টিফিকেটেই সিলমোহর দিয়েছে আরও এক নজরদারি সংস্থা ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল। সুতরাং, সোনা-ব্রোঞ্জে কিছুটা খাদ থাকলেও অলিম্পিক কমিটির এই উদ্যোগে যে কোনও খাদ ছিল না সেকথা বলাই যায়। এই উদ্যোগ পরিবেশ-বান্ধব স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই এক নতুন দিশা দেখাবে।

চিত্র: গুগল
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Samiran Biswas
Samiran Biswas
2 years ago

Very good writing

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মহাত্মা অশ্বিনীকুমার: মৃত্যুঞ্জয়ী প্রতিভা

সর্বভারতীয় রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িয়ে ছিলেন, এবং জাতীয় কংগ্রেসে নিয়মিত যোগ দিতেন। কংগ্রেসের আবেদন-নিবেদনের রাজনৈতিক কার্যক্রম দেখে সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী বছরের জাতক এবং প্রখর প্রজ্ঞাবান অশ্বিনীকুমার ১৮৯৭-এর কংগ্রেসের অমরাবতী অধিবেশনে দৃঢ়তার সঙ্গে একে ‘Threedays’ mockery’,— ‘তিনদিনের তামাশা’ বলে উল্লেখ করেন। দুর্ভাগ্য দেশের, তাঁর কথা অনুধাবন করলেও কেউ গুরুত্ব দেননি। সে-অধিবেশনের সভাপতি চেট্টুর শঙ্করণ নায়ারকে নিয়ে অক্ষয়কুমার-অনন্যা পাণ্ডে অভিনীত বায়োপিক তৈরি হয়েছে। অথচ সারা উপমহাদেশ-কাঁপানো অশ্বিনীকুমারের মূল্যায়ন আজ-ও অপেক্ষিত।

Read More »
দীপক সাহা

বন্দুকের মুখে দাঁড়িয়ে ইতিহাসকে লেন্সবন্দি করেছেন সাইদা খানম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে উপমহাদেশের বিখ্যাত প্রায় সকল ব্যক্তিত্ব— ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদীন, ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মওলানা ভাসানী, বেগম সুফিয়া কামাল, মৈত্রেয়ী দেবী, মাহমুদা খাতুন সিদ্দিকা, আশাপূর্ণা দেবী, উত্তমকুমার, সুচিত্রা সেন, সৌমেন্দ্রনাথ ঠাকুর, কণিকা বন্দোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়— কার ছবি তোলেননি! সেই সঙ্গে রানি এলিজাবেথ, মাদার টেরেসা, মার্শাল টিটো, অড্রে হেপবার্নের মতো বিখ্যাত মানুষদের ছবিও তুলেছেন। এই বিশাল তালিকায় আরও তিনটি নাম যুক্ত করে না দিলে অন্যায় হবে। চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিনস, মাইকেল কলিন্সের ছবিও তুলেছেন তিনি।

Read More »
সন্দীপ মজুমদার

মামলায় জয়ী হয়ে থোড় কুঁচি দিয়ে কালীর আরাধনা করেন জমিদার-গিন্নি

দেবী কালিকার খড়ের মেড় দেখে মজুমদার গিন্নি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন, মামলার রায় যদি তাঁদের পক্ষে যায় তাহলে কলাগাছের থোড় কুঁচো দিয়ে হলেও জগজ্জননী মা মহাকালীর পুজো করা হবে, আর যদি মামলার রায় তাঁদের বিরুদ্ধে যায়, তাহলে ওই খড়ের মেড় দামোদরের জলে ভাসিয়ে দেওয়া হবে। যদিও সেদিন দুপুরের মধ্যেই আদালত থেকে মজুমদার জমিদার পক্ষের জয়লাভের খবর পৌঁছেছিল থলিয়ার মজুমদার বাড়িতে। মজুমদার-গিন্নিও অক্ষরে অক্ষরে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। মামলায় জয়লাভের খবর পাওয়া মাত্রই জমিদার-গিন্নির নির্দেশে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় দীপাবলি উৎসবের আয়োজন শুরু হয়ে যায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বরিশাল শ্মশান-দীপালি

সমগ্র উপমহাদেশে বরিশাল শ্মশান একটি বিশেষ কারণে অনন্য। এই শ্মশানের বৈশিষ্ট্য হল, প্রতিবছর কার্তিকী অমাবস্যায়, (যাকে শাস্ত্রে ‘অশ্বযুজা’ মাস বলে) সেখানকার এই শ্মশানে যে কালীপুজো হয়, সেখানকার পুজোর আগের দিন ভূতচতুর্দশীর রাতে লক্ষ লোকের সমাবেশ হয়। উদ্দেশ্য, ওখানে যাঁদের দাহ করা হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো। সমগ্র শ্মশান জুড়ে কয়েক হাজার মঠ বা স্মৃতিসৌধ আছে, মুসলমানদের যেমন আছে বনানী বা অন্য বহু গোরস্তানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বৌদ্ধসম্প্রদায়ের প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব

বিশ্বের বহু দেশেই এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। স্পেন ও ফ্রান্স-সহ ইয়োরোপীয় দেশে চীনা, জাপানি, বাঙালি বৌদ্ধরা পালন করেন যেমন, তেমনই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি থেকে কুয়াকাটা-কলাপাড়া এই উৎসবে মেতে ওঠে। ইওরোপীয়দের মধ্যে বৌদ্ধধর্ম গ্রহণ বৃদ্ধি পাচ্ছে। কয়েকবছর আগে দালাই লামা যেবার শিলিগুড়িতে তাঁর বার্ষিক অনুষ্ঠান করলেন, সেবার প্যারিস থেকে আগত বেশ কিছু ফরাসির সঙ্গে আলাপ হয়, যাঁরা বৌদ্ধধর্মে দীক্ষিত। তাঁদের কাছেই শুনেছিলাম, ফ্রান্সে বহু মানুষ বৌদ্ধধর্মে দীক্ষা নিচ্ছেন।

Read More »
শায়ক মুখোপাধ্যায়

শায়ক মুখোপাধ্যায়ের দুটি কবিতা

যাদের কাছে আজকে তুমি পৌঁছে গেছ,/ সবাই কিন্তু আয়নার মতো এখানে/ এখনও পুরো ফিরে আসতে পারেনি;// আয়না হয়ে কেউ আবার ফেরে নাকি!/ হয়তো কেউ কেউ বা কাছে ফিরে আসে;// সূর্যের রং হরিদ্রাভ কুসুম আলো/ শেষ আশ্রয় হৃদয়শূন্য হয়ে গেলে,/ যারা তবুও মনে করে রক্তের গন্ধ/ আজ শিরায় শিরায় নতুন যাদের/ ফিরে আসা এখানে অথবা যেখানেই দূরে হোক,// সে সবের প্রয়োজন সমস্তটাই ফুরিয়ে গেছে।

Read More »