Search
Generic filters
Search
Generic filters
অনিন্দ্য দে

অনিন্দ্য দে

অনিন্দ্য দে পদার্থবিদ্যার শিক্ষক। বেশ কিছুদিন ধরেই বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে যুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন স্কুল-কলেজ স্তরের ছাত্রদের পাঠোপযোগী বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ। আকাশবাণী কলকাতার বিজ্ঞান বিভাগে প্রচারিত হচ্ছে তাঁর অনুষ্ঠান। হাত লাগিয়েছেন নোবেল পুরস্কারজয়ী পদার্থবিদ অ্যান্টনি লেগেট-এর The Problems of Physics–এর অনুবাদকর্মে। আন্তর্জাতিক পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণদানের সূত্রে যুক্ত রয়েছেন মুম্বাইয়ের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনের সঙ্গে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অলিম্পিকের গোল্ড মেডেল কি খাঁটি সোনার

অলিম্পিক কমিটি ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে ‘ব্রোঞ্জ’ মেডেলই দিয়েছে, কিন্তু সেটা আসল ব্রোঞ্জ নয়। তাহলে অলিম্পিক কমিটি কি ভারতের সঙ্গে প্রতারণা করল? কিন্তু সেটাও তো বলা যাচ্ছে না। কারণ, জামাইকার মেয়ে এলিন টমসন হেরা ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে যে-পদকটা পেলেন, সেটাও আসল সোনা নয়। তাহলে কি মহিলা বলেই এঁদেরকে প্রবঞ্চিত করা হল। তা-ও নয়। ভারতে মীরাবাই চানু যে-পদকটা পেয়েছেন, সেটা তো খাঁটি রুপো। আসল ব্যাপারটা তাহলে কী?

Read More »