কবিতার খোঁজে
একটা কবিতা মনের মত লিখতে চাই।
মনের সমস্ত শক্তি প্রয়োগ করি।
এ কবিতায় দিতে চাই এক অমোঘ প্রেষণা,
এক অচেনা তাড়না তাড়া করে।
মনের গোপন কোণে খুঁজি—
নানা বিচ্ছিন্ন ছবি।
অজানা ভাবনার সূত্র ধরে,
কবিতাকে স্থান ও কালের মানদণ্ডে পার করতে চাই।
এমন কী কথা আছে বা বলার—
যা খুঁজি নিরন্তর!
এখন এ কবিতা ভীষণ বাসনা, অদ্ভুত সংযোগ!
যেন বলতেই হবে গহীন মনের অতলান্ত থেকে—
যেখানে খুঁজে দেখি সেই ঘষা-মাজা আয়নায়।
এখানে যা জীবন-ছবি তা কিছু বা কাব্য— কেবল গদ্য নয়।
*
মনের তত্ত্ব
মনকে অনেক তত্ত্বকথা শোনানো যায়,
. ভুলিয়ে রাখতে।
মন আপন পথে চলতে চলতে
. কখনও দিশাহারা, কখনও বিভ্রান্ত।
সমাজ-চেতনা, চিন্তা-ভাবনা
. এত সংশয়, এত ভয়
তবে মন তত্ত্বকথা শোনে—
. আবার ভোলেও।
নব উদ্যমে স্মৃতিকে জাগিয়ে তোলে
আবার স্মৃতির সরণিতে কখনওবা হারাতে চায়।
স্মৃতির ভার নামায় সে নির্বাক আঁখিলোরে।
একা মনে মনে গোপনে সে খোঁজে একটা পথ,
. একটু নিশ্চিন্ততা।
এ জীবন ক্রমান্বয়ে আনে বিঘ্ন।
অনলস এক অচেনা প্রশান্তি সে খুঁজে চলে।