পরিবর্তন
চৌত্রিশ বছর ধরে নিজেকে রক্তাক্ত করেছি
তুমি এলে
ভাবলাম পরিবর্তন এল
নিয়ত ভালবেসে গঙ্গা জুড়ে টেমস্ রচনা হল
তবু এই অবহেলার বিকেলে
নিজেকে বড় বেশি কলকাতা বলে মনে হয়
সেতু ভাঙছে একের পর এক
বুকের সুড়ঙ্গে আত্মহত্যা ক্রমবর্ধমান
বিরহী শহরে
আমার নিজে হাতে সাজানো সবুজ তৃণের মাঠ
পুড়িয়ে গেরুয়া করে দিলে?
চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়
