একটি মতিচ্ছন্ন কবিতা
মা আসছে। শাদা হবে রক্তমাখা মন।
খুনজখমের গায়ে জ্যোৎস্না পড়বে।
গলি দিয়ে ঢুকছে যে সশস্ত্র কলোনি,
মেন রাস্তায়, ভদ্র ফ্ল্যাটবাড়ি হয়ে বেরিয়ে আসবে।
খিদে নেই, তেষ্টা নেই, দেবতা ও দেবকন্যারা ঘুরছে পথে।
মাইকে মাইকে গান। কেউ কাউকে কুনজর দেবে না।
নিউজপ্রিন্টে শুধু আলো-আলো অক্ষর, আর, ঢাক বাজছে!
মা আসছে। কল্পকথা। তবু দেখ ঘরদোর চন্দনের বাস ছাড়ছে কেমন