বেকারত্ব
পাঁচতলা বিল্ডিংয়ের কার্নিশ থেকে
একটি মানুষের পতন ঘটেছে
ঠিক বায়ুশূন্য সিলিন্ডারে পতনশীল পালকের মতো…
তবে এখানে বিশ্বসিলিন্ডার তো
ভরপুর বাতাস ছিল
অপদার্থের মতো…
মাথা আগে এসেছিল
নাকি পা
ছবি ঘ্যাটাঘ্যাট…
দেয়ালের থেকে দূরত্ব কতটুকু
ত্রিকোণমিতি
পরিমিতি…
খবরে প্রকাশ অ্যাক্সিডেন্ট
তদন্ত বহুবচন
স্যার আইজ্যাক নিউটন একটু ভুল করেছিলেন…
আপেলটি আত্মহত্যা করেছিল কিনা
প্রথমে দরকার ছিল তার পর্যবেক্ষণ
তারপর মাধ্যাকর্ষণ…