রম্যগদ্য : ব্যস্ততার পুজো, পুজোর ব্যস্ততা
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| কেনাকাটা ছাড়া পুজো বেমানান। তাই সরগরম বাজার দোকান। দক্ষিণের লোকজন গড়িয়াহাট চেনে উত্তরের লোকের হাতিবাগান। পুজোর বাজারে সেই হাতিবাগানে হাতি তো দুরস্থান মশা গলার জায়গা পর্যন্ত পাওয়া ভার। গিন্নিরা সারা বছর না হলেও বছরের এই সময়টায় গৃহকর্তার প্রতি ভালবাসা ফিরে পান। লিখেছেন তন্ময় চট্টোপাধ্যায়।