Search
Generic filters
Search
Generic filters
তন্ময় চট্টোপাধ্যায়

তন্ময় চট্টোপাধ্যায়

তন্ময় চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলায়। বাবা ছিলেন গ্রন্থাগারিক, সাহিত্য অনুরাগী মানুষ। তাঁরই অনুপ্রেরণায় ছোট থেকেই দেশবিদেশের সাহিত্যের আস্বাদ নেওয়া শুরু। বাঁকুড়া খ্রিশ্চান কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। স্নাতকোত্তর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা করেন। নিয়মিত সাহিত্যচর্চার শুরু ২০১৫ সাল থেকে। আনন্দমেলা পত্রিকায় ‘সন্ধি’ তাঁর প্রথম প্রকাশিত গল্প। গল্প ও রম্যরচনা লিখে থাকেন বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘অম্লমধুর রম্যকথা’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রম্যগদ্য : ব্যস্ততার পুজো, পুজোর ব্যস্ততা

ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| কেনাকাটা ছাড়া পুজো বেমানান। তাই সরগরম বাজার দোকান। দক্ষিণের লোকজন গড়িয়াহাট চেনে উত্তরের লোকের হাতিবাগান। পুজোর বাজারে সেই হাতিবাগানে হাতি তো দুরস্থান মশা গলার জায়গা পর্যন্ত পাওয়া ভার। গিন্নিরা সারা বছর না হলেও বছরের এই সময়টায় গৃহকর্তার প্রতি ভালবাসা ফিরে পান। লিখেছেন তন্ময় চট্টোপাধ্যায়।

Read More »