বেঁচেবর্তে আছি বটে, কিন্তু…
বেঁচে আছ? নিজেকেই,
প্রশ্ন করি,
চিমটি কাটি।
সত্যিই আছি, বেঁচেবর্তে!
বেঁচে থাকার সত্যিই কি কথা আছে কোনও?
বাতাসে কার্বন-ডাইঅক্সাইডের ভারী গন্ধ
দুর্নীতি
হিংস্রতা
অশ্লীলতা চূড়ান্ত
সততার সাদা ধুতিতে,
কাছা খুলে টান।
বেঁচে থাকার সত্যিই কি কথা আছে কোনও?
***
চিরস্থায়ী
যারা আসে
তারা তো যাবার জন্যই আসে
থেকে শুধু সে-ই যায়
যে ছিল।
যা ছিল
তা হারায় না
যে আছে
সে থেকেই যায়।
আশৈশব সঙ্গী যারা
যাওয়া আসা তাদের—
সাময়িক
অথবা তা, বিভ্রান্তি কোনও।
***
জমা-খরচ
জমা আছে কত
ঘাম, রক্ত এবং ক্রোধ
হিসেব আছে কি তার?
জমা আছে কত
প্রেম, বীর্য ও আশ্লেষ
রেখেছ কি হিসেব কোনও?
তাহলে আর
জমা-খরচ নিয়ে মাথা ঘামিয়ো না।
***
অনিবার্য
ঘৃণা, উপেক্ষা, অপমান
কোনটা কেন, কোনটা কখন
কোনটা আগে, কোনটা পরে
আজকাল বড় গুলিয়ে যায়
ধূসর চুলের আড়ালে হারিয়ে যাওয়া চেতনায়
কেউ ঘা মারে
কেন, কখন
মনে রাখার দরকারটাই বা কী
যখন সেগুলিই একমাত্র নিয়তি?
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





