আলোর স্বভাব
যতই স্বপ্নের কথা বলো,
ফ্যাকাসে দৃষ্টির মধ্যে যেকোনো রংরেখা
. নিঃসঙ্গতার কক্ষপথ
বিরোধাভাসের ছায়া আমাকে করেছে স্বপ্নহীন
স্মৃতি, শুধু স্মৃতিই সম্বল করে পথিক চলেছে
আলো নেই পদচিহ্ন নেই
তবুও এগোই আমি স্রোতের ওপরে কোনো
. নৌকার মতন
ছিন্ন পাল, নামহীন, একা
প্ররোচনা বল্গাহীন, অপরাহ্ণবেলা
স্বপ্ন নিভে আসে যেভাবে দিনের আলো
পথও কি ক্রমশ ছোটো আলোর স্বভাবে?