আশ্রয়
একজন মানুষই শুধু মানুষকে চায়
আসলে মনের টানে প্রাণ হয় গান
সুরের বন্যায় যেন জীবন প্লাবিত
চারিদিক বুঝেসুঝে বসেছে সুজন
পৃথিবীর মনে মন দিয়ে গেছে যারা
তারার উজ্জ্বল মুখ তাদেরই মনের কিছু ভাল
সবই কী সামান্য গুণে! অসামান্য প্রতিভার আলো
একজন মানুষই শুধু কী যে করে—
. একা একা ঘরে!