আমার রেডিয়ো
India’s First Bengali Daily Magazine. রেডিয়ো কি তবে আধুনিকতার মোড়কে একদিন হারিয়ে যাবে? এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (AIBD) বলে মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক ফোরাম আছে। রয়েছে এশিয়া স্পেসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (ABU)। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা এসে পরস্পর মতবিনিময় করেন। গত বছর লন্ডনের প্রতিনিধি ‘Will Radio Survive’, অর্থাৎ ‘রেডিয়ো কি বাঁচবে’ বিষয়ে বলতে গিয়ে বলেন যে, রেডিয়ো আছে, ছিল, থাকবে।