Search
Generic filters
Search
Generic filters
সঞ্জীব রাহা

সঞ্জীব রাহা

সঞ্জীব রাহার জন্ম তৎকালীন বিহারের জামশেদপুরে। প্রাত্যহিকী পরিবারের সক্রিয় সদস্য এই চিকিৎসক রোগী ও রেডিয়ো নিয়ে সারাদিন ভাবেন। প্রতিবছর নিশ্বাস-শৃঙ্খলা মেনে কচিকাঁচাদের ‘অ্যাডভেঞ্চার ও নেচার স্টাডি ক্যাম্প’-এ পাহাড়ে পাহাড়ে সামিল হন। পায়ের তলায় সরষে নিয়ে প্রকৃতির রাজ্যে ভাললাগা ভালবাসা ছড়িয়ে দিতে চান মানুষ তথা সমাজকে ভালবেসে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আমার রেডিয়ো

India’s First Bengali Daily Magazine. রেডিয়ো কি তবে আধুনিকতার মোড়কে একদিন হারিয়ে যাবে? এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (AIBD) বলে মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক ফোরাম আছে। রয়েছে এশিয়া স্পেসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (ABU)। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা এসে পরস্পর মতবিনিময় করেন। গত বছর লন্ডনের প্রতিনিধি ‘Will Radio Survive’, অর্থাৎ ‘রেডিয়ো কি বাঁচবে’ বিষয়ে বলতে গিয়ে বলেন যে, রেডিয়ো আছে, ছিল, থাকবে।

Read More »