দ্বিশতবর্ষের আলোকে বাংলা সাহিত্যের উপেক্ষিত কাব্যপ্রতিভা
India’s First Bengali Daily Journal. যুগে যুগে প্রতিভাকে কষ্ট পেতে হয়, প্রতিভাধরদের দুর্ভোগ পোহাতে হয়— এই দৃষ্টান্ত বিপুল। বাংলা সাহিত্যের আধুনিকতার ভগীরথ মাইকেল মধুসূদন দত্তের মত অনন্যসাধারণ এক কাব্যপ্রতিভার অধিকারী শক্তিশালী সাহিত্যিকের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। ষোলো বছর বয়সে স্বপ্নে বুক বাঁধলেন, জীবনে মিল্টন, হোমার, ভার্জিল, কালিদাস, ওভিড বা টাসোর মত বড় কবি হবেন। ধর্মান্তরিত হলেন, সমাজচ্যুত হলেন— হয়ে গেলেন আত্মবঞ্চিত এক রিক্ত পথিক। কলম হাতে ভাঙলেন প্রাচীন যুগজীর্ণ সাহিত্যপ্রথা, তছনছ করলেন মধ্যযুগের দেবনির্ভর, ভাগ্যনিয়ন্ত্রিত জীবনের চেনা ছকের কাব্যিক প্রকাশরূপ।