Search
Generic filters
Search
Generic filters
অনির্বাণ সেনশর্মা

অনির্বাণ সেনশর্মা

অনির্বাণ সেনশর্মা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। পড়াশোনা নাটক নিয়ে। অভিনয়কেই আঁকড়ে থাকতে চেয়েছেন সবসময়। ক্ষুন্নিবৃত্তির জন্য কখনও বেসরকারি কলেজে অধ্যাপনা, কখনও টিউশন, আবার কখনও পাউরুটি-কেকের ব্যবসা করেছেন। কিছুদিন অচেনা জায়গায় পথে পথে অভিনয় করে বাঁচার চেষ্টাও করেছেন। করোনাকালীন গত প্রায় দু’বছর কর্মহীন। নিবাস চুঁচুড়ায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুধাময় ঋণ

সিংহটা লাফ দিয়ে পড়ল ছেলেটার ওপর। ছেলেটা লড়েছিল। দুজনে অনেকক্ষণ ওলট-পালট খেলো পৃথিবীর মাটিতে। ছেলেটা টিপে ধরেছে সিংহের গলা। সিংহ উপর্যূপরি থাবা মারছে ছেলেটার বুকে গলায় মুখে মাথায় চোখে। রক্তে ভেসে যাচ্ছে জারুল গাছ, হৃদয় জোড়া মাঠ, সহজ সরল সাদাকালো সব দিনের এরিয়াল। শব্দহীন অঙ্গীকার— সব।

Read More »