ছোটগল্প : দুই শালিখ
বাবান জানে, যেমনই তারা রাস্তা পেরতে শুরু করবে— অমনিই পাখিটা ফুড়ুৎ করে ডানা মেলবে, আর ঝোপের আড়াল থেকে ঠিক তক্ষুনিই পাখির জোড়াটাও বেরিয়ে আসবে। যেমনটা বাবান কাবেরীর জন্মের দিনেও প্রত্যক্ষ করেছিল। শুচিস্মিতার বাবার দিকে বাবানকে সেদিন আর আলাদা করে তাকিয়ে দেখতে হয়নি। সুখবরই যে অপেক্ষা করছে ওই ব্যুলেভার্ডের দিকে তাকাতেই বাবানের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল।