মুড়োঝাঁটা
মুড়োঝাঁটা কাকে বলে জানো?
ঝাড় দিতে দিতে শলা ছোট হয়ে যায় যার…
নারকেল গাছের কাঠি তখন বল্লম!
মা ছুড়ল, বিঁধে গেল আমার উরুতে,
যন্ত্রণায় চিৎকার…
মা রাগী…মা রাগী… হাসপাতাল… ইনজেকশন…
মা কাঁদছে একা একা… মধ্যরাত পার…
শ্মশানে যাবার পথে
মাকে নিয়ে এই গল্প কেন?
শ্মশানে যাবার আগে
ফিসফিস করে আমাকে মা বলে গেছে–
এটা রাখ, ভিতু কোথাকার!
মায়ের মৃত্যুর পর
দাদাভরা বাংলা কবিতায়
সেই মুড়োঝাঁটা আজ সম্বল আমার!
অনুতাপে, পাল্টামারে
মুড়োঝাঁটা সম্বল আমার…
চিত্রণ: বাপ্পাদিত্য জানা





