কাঙ্ক্ষিত
কেন চলে গেলেন তিনি! বিমূর্ত অভিবাদন জানিয়ে ঠায় দাঁড়িয়ে মহাকাল
এবার সুতোটা ঝুলিয়ে দাও, মৃত পোশাকের রং নিয়ে খোলা ঘর, ফাঁকা উঠোন
গত মুহূর্তের দোল লেগে আছে উন্মুক্ত শরীর জুড়ে
আমাদের মহাচক্র এক অমীমাংসিত বলয়—
ওষ্ঠে ওষ্ঠে শুষে নিয়েছি দেহরস, কী সাবলীল
তিনি ফিরবেন কি না জানা নেই, অথচ অভাবিত অপেক্ষা…
শুধু নিংড়ে ওঠে হাহাকার আর এতকিছুর পরেও চাঁদঘাম ঝরে পড়ে রোজ
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





