বয়ে যাওয়া
ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে তোমার বাড়ি পৌঁছই,
জনপদ তখনও জাগেনি।
তোমার বাড়ির সামনে গিয়ে ডাকি অমিত! অমিত!
অবাক তুমি অশক্ত পায়ে নিচে নেমে খুব রাগারাগি করো—
‘কেন এলেন? আমাকে বললেই তো চলে যেতাম’।
আমি তাড়াতাড়ি তোমার হাতে একমুঠো স্বর্ণচাঁপা দিই—
বলি, কে কখন কার কাছে কীভাবে পৌঁছবে তার কোনো
. ইতিহাস, ভূগোল, অঙ্ক নেই।
আমাদের হাতে কিছুই নেই, অমিত।
আমাদের শুধু বয়ে যাওয়া, নিরন্তর বয়ে যাওয়া।
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





