পরম দুঃখ
পরম দুঃখকে তুলে রাখি বুকের ভেতর
কাছে নিয়ে শুতে দিই বিছানা, বালিশে
সে আমাকে গিলে খায়
গিলে খায় এক অজগর সাপের মতন
কেবল খায় না এক দীর্ঘ শেকল
দুঃখের আতস মুখ আমায় পোড়ায়
পুড়ে যায় জন্মলিপি, রোদ-নারী, সবীজ আকর
স্বপ্নের ভাঁজে রাখা জ্যোৎস্নার শিকড়-বাকর
কিন্তু সে ভুল করে রেখে যায়
নগ্ন রাতের এক প্রখর প্রেমিক