সুভাষ বিশ্বাস
সুভাষ বিশ্বাসের লেখালেখির শুরু গত শতকের নয়ের দশকে। প্রায় আড়াই দশক ধরে সম্পাদনা করেন 'প্রহর' নামে পত্রিকা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্য থেকে নক্ষত্র অবধি। তাঁর অন্যান্য প্রকাশিত কবিতার বই: ‘একটিই বাস্তব অন্যগুলি সম্ভাবনাময়’, ‘জঙ্গল ও অমৃতের উপপাদ্য’, ‘মায়াবন্দর’, ‘পোড়ামাটির কাঁচুলি’, ‘মৃত্যুই প্রথম সাক্ষ্য জন্মের’ ইত্যাদি।