সুজিতকুমার বিশ্বাস
সুজিতকুমার বিশ্বাসের জন্ম ১৯৭০ সালে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলিগুড়ি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলা অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক অমিত্রসূদন ভট্টচার্যের তত্ত্বাবধানে পি-এইচ.ডি.। ‘বিশ্বভারতী পত্রিকা’ সহ বিভিন্ন প্রথম শ্রেণির পত্রপত্রিকায় গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন নিয়মিত। অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিজের কথা’ (নির্মলকুমারী মহলানবীশকে লেখা পাঁচশত রবীন্দ্র-পত্রাবলী) গ্রন্থের সহযোগী সম্পাদক এবং ‘পঞ্চকবির শ্রীচৈতন্যজীবনী’ গ্রন্থের যুগ্মসম্পাদক। ‘রবীন্দ্র-রচনাবরী সম্পাদনার ইতিবৃত্ত’ গ্রন্থের লেখক।