Search
Generic filters
Search
Generic filters
সুজিতকুমার বিশ্বাস

সুজিতকুমার বিশ্বাস

সুজিতকুমার বিশ্বাসের জন্ম ১৯৭০ সালে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলিগুড়ি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলা অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক অমিত্রসূদন ভট্টচার্যের তত্ত্বাবধানে পি-এইচ.ডি.। ‘বিশ্বভারতী পত্রিকা’ সহ বিভিন্ন প্রথম শ্রেণির পত্রপত্রিকায় গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন নিয়মিত। অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিজের কথা’ (নির্মলকুমারী মহলানবীশকে লেখা পাঁচশত রবীন্দ্র-পত্রাবলী) গ্রন্থের সহযোগী সম্পাদক এবং ‘পঞ্চকবির শ্রীচৈতন্যজীবনী’ গ্রন্থের যুগ্মসম্পাদক। ‘রবীন্দ্র-রচনাবরী সম্পাদনার ইতিবৃত্ত’ গ্রন্থের লেখক।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কবির অন্তর্জীবন: একটি সফল ঐতিহাসিক উপন্যাস

রবীন্দ্রনাথ রাণুকে ভালবেসেছিলেন, স্নেহ করেছিলেন, যত্নে রেখেছিলেন, শত শত চিঠি দিয়ে তাঁর সঙ্গে প্রতিদিন প্রতিমুহূর্ত সম্পর্ক রেখেছিলেন, কুশলকামনা করেছিলেন, মঙ্গলকামনা করেছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে রাণুর কত কথা, কত গল্প, কত গান, কবিতা, নাটক, কত কত অভিনয় কত মহড়া, ছায়াঘেরা পাহাড়ী পথে বৈকালিক ভ্রমণ, কত দুরন্তপনা, কত অত্যাচার, কত রাগ অভিমান, আদরের পরিচয় মিলবে এই উপন্যাসের পাতায় পাতায়। এককথায় বলা যেতে পারে, ষাটোর্ধ্ব রবীন্দ্রনাথের সঙ্গে কিশোরী রাণুর প্রথম যৌবনের সাতটি বসন্তের অবিস্মরণীয় সময়ের ফেলে আসা মধুর স্মৃতির অমূল্য সেরা স্মারক গ্রন্থ ‘হৃদয়ে রয়েছ গোপনে’।

Read More »