Search
Generic filters
Search
Generic filters
আবু রাইহান

আবু রাইহান

আবু রাইহানের জন্ম পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সরবেড়িয়া গ্রামে! বর্তমানে কর্মসূত্রে বন্দর শিল্পনগরী হলদিয়ার বাসিন্দা। প্রাণিবিদ্যায় এমএসসি এবং বায়োটেকনোলজিতে এম.টেক। পেশায় হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজের বায়োটেকনোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। একটি দৈনিকের সাহিত্য সম্পাদক এবং ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘প্রমিতাক্ষর’-এর যুগ্ম সম্পাদক। সাহিত্যের প্রমিতকথন নামে নিজস্ব একটি ই-ম্যাগাজিন রয়েছে। নব্বইয়ের দশকের কবি। কবিতা ছাড়াও প্রবন্ধ, গল্প ও নিউজ ফিচার লেখক। তাঁর প্রকাশিত কবিতার বই ‘নিষিক্ত ভালোবাসা’, ‘সংকেতময় বিস্ময়’, ‘ভালোবাসার খোয়াবনামা’ এবং প্রবন্ধগ্রন্থ ‘বাংলা কাব্য সাহিত্যে ইসলামী সমাজ ও সংস্কৃতি’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মুহম্মদ শহীদুল্লাহ্: বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ

উনিশ শতক পর্যন্ত বাঙালি মুসলমানের একটি শিক্ষিত ও উচ্চ শ্রেণি ফারসির মোহে মোহগ্রস্ত ছিলেন। বাংলা ভাষাকে তাঁরা হিন্দুয়ানী ও কুফরী ভাষা মনে করতেন। সাধারণ্যে আলাপচারিতায় বাংলার ব্যবহার করলেও পারিবারিক ভাষা ছিল ফারসি-উর্দু। ধর্মশাস্ত্র বাংলায় অনুবাদ করতে গিয়ে অনেক মুসলমান কবি-সাহিত্যিককে জবাবদিহি করতে হয়েছে। অভিজাত মুসলমানদের পাশাপাশি অভিজাত ব্রাহ্মণ্যবাদী সমাজেও বাংলার চর্চাকে ঘৃণার চোখে দেখা হত। বাংলা ভাষাকে ‘যাবনিক শব্দ ও ম্লেচ্ছস্বর’ বলে তাঁরা ঘৃণা করতেন। কৃত্তিবাস ও কাশীদাসকে ‘সর্ব্বনেশে’ অপবাদও সহ্য করতে হয়েছে, কেবল বাংলা চর্চা চালু রাখার জন্য।

Read More »