Search
Generic filters
Search
Generic filters
ফকির সাধন দরবেশ

ফকির সাধন দরবেশ

ফকির সাধন দরবেশ (সাধনদাস বৈরাগ্য) বাউল হয়েও নিজেকে ফকির সম্মোধন করতে পছন্দ করেন। তাঁর জন্ম বর্ধমান জেলার মুক্তিপুর গ্রামে। প্রায় চার হাজার বাউল গানের পদ রচনা করেছেন। কেঁদুলির মনের মানুষ তিনি। বাংলার বিভিন্ন জেলায় নিজের আশ্রম তৈরি করেছেন, তার মধ্যে আমরুলের পঞ্চবটি আশ্রম ছাড়াও হাটগোবিন্দপুর, শ্যামসুন্দর এবং মধুবন ইত্যাদি আশ্রম বিশেষ উল্লেখযোগ্য। বর্তমান সময়ের বাউল শিল্পীদের মধ্যে প্রায় বেশিরভাগই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছেন। সহজ মা ও উৎপল ফকির, অনন্যা চক্রবর্তী এবং আরও অনেক। অতি সম্প্রতি আসামের বিখ্যাত কণ্ঠশিল্পী জুবিন গর্গ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সয়লা পরব

India’s First Bengali Daily Journal. ‘সয়লা’ কথাটির উৎস ‘সই’ অর্থাৎ বন্ধু। সয়লা উৎসব প্রকৃতপক্ষে সই পাতানোর উৎসব বা বন্ধুত্বের উৎসব। বহু পূর্ব হতেই ভারতবর্ষ তথা বঙ্গভূমির বিভিন্ন গ্রামেগঞ্জে, জনপদে এই উৎসবটি প্রচলিত ও সমাদৃত ছিল। আমাদের পূর্বাপূর্ব আচার্যগণ তথা আউলবাউল, সুফী, ফকির, দরবেশগণ সম্প্রীতি ও মানব মৈত্রীর জন্য ও সমাজ জীবনে হিংসা, বিবাদ, নিন্দা, কামনাবাসনা জর্জরিত মানুষের প্রাণে আনন্দ, প্রেম ও শান্তি প্রতিষ্ঠা, প্রসারিত করার নিমিত্ত এই সয়লা উৎসবের প্রচলন করেছিলেন।

Read More »