Search
Generic filters
Search
Generic filters
ঋতুপর্ণ বিশ্বাস

ঋতুপর্ণ বিশ্বাস

ঋতুপর্ণ বিশ্বাসের জন্ম ১৯৫৩-য় উত্তর চব্বিশ পরগনার পোলতায়। তিনি মূলত গল্পকার। উপন্যাসও লিখেছেন অনেকগুলি। মানবপ্রকৃতি, জীবজন্তু, গাছপালা, শিশুমন সবটাই তাঁর মনোযোগের বিষয়। বড়দের এবং ছোটদের গল্পসংকলন ও উপন্যাস মিলিয়ে এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তিরিশটির মত। তাঁর প্রকাশিত গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য ‘দশটি গল্প’, ‘চিল’, ‘সিপাহ সলার কিংবা কাটা সেপাইয়ের গল্প’, ‘১৪ প্রেমের গল্প’, ‘বাঁশি’ এবং উপন্যাস ‘ইছামতীর অনিচ্ছা’, ‘গর্ভগৃহে অন্ধকার’, ‘মেঘে ঢাকা মেয়ে’, ‘আট টাকার প্রজাপতি’ ও ‘অপরাধী দাঁড়িয়ে পাশে’ ইত্যাদি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: মানবসাগর

India’s First Bengali Daily Magazine. মাথাখারাপ হয়ে গেল হরিপদর। কেন এমন হল তারা-র! ভালমানুষ যে রেখে এল বাড়িতে! তাহলে কি— তাহলে কি এ তারই পাপের ফল? নিশ্চয়ই তাই। ভাতের থালা ঠেলে সরিয়ে পয়সা মিটিয়ে দিয়ে দ্রুত বাইরে এল হরিপদ। বাক্স খুলে ফ্যালফ্যাল করে চেয়ে রইল মাদুলি-কবচ বেচা টাকাপয়সার দিকে। এ পাপ। এ সবই তার পাপের অর্জন। নিশ্চয়ই এরই জন্যে অসুস্থ হয়ে পড়েছে তার বউ।

Read More »