Search
Generic filters
Search
Generic filters
রাধামাধব মণ্ডল

রাধামাধব মণ্ডল

রাধামাধব মণ্ডল বাংলার তরুণ গদ্যকারদের অন্যতম। নিয়মিত লেখেন উপন্যাস, গল্প, আখ্যান, মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধ। লেখাই তাঁর একমাত্র জীবিকা। ভালবাসেন কবিতা লিখতে, আঁকতে, মূর্তি গড়তে এবং লোকগানের আসরে আড্ডায় মেতে থাকতে। বাংলা ও বাংলার বাইরের শতাধিক কাগজে তিনি নিয়মিত লেখেন। তাঁর বইয়ের সংখ্যা ২৮টি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

দাস রাধাময়: বেঁচে থাকবেন জয়দেব আন্দোলন আর লোকগানে

জয়দেবের যে আশ্রম ঘিরে সাংস্কৃতিক উন্মাদনার ঝড় উঠেছিল ১৯৬৮ খ্রিস্টাব্দে, সেই শ্রীশ্রী ঠাকুর হরিদাস আশ্রমের প্রতিষ্ঠাতাও দাস রাধাময়। এই আশ্রম প্রতিষ্ঠা করে সহধর্মিণী আশালতাকে নিয়ে পাকাপাকিভাবে জয়দেবেই থাকতেন। তাঁর গানের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন এলাকার সংস্কৃতিপ্রেমীদের। পরবর্তীকালে বর্ধমানের কবি কুমুদরঞ্জন মল্লিকের শিষ্যত্ব গ্রহণ করে কুমুদকিঙ্কর নামও নিয়েছিলেন। তিনি দুবরাজপুরে ‘চণ্ডীদাস প্রেস’ ও জয়দেব থেকে ‘চণ্ডীদাস’ পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। পাশাপাশি কেন্দুলিতে প্রতিষ্ঠা করেন ‘জয়দেব অনুসন্ধান সমিতি’।

Read More »