Search
Generic filters
Search
Generic filters
নুরুল আমিন বিশ্বাস

নুরুল আমিন বিশ্বাস

নুরুল আমিন বিশ্বাস (৪ জুলাই ১৯৫৫-২৯ জুন ২০২১) কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও সম্পাদক। প্রায় তিন দশক সম্পাদনা করেছেন ‘অন্যশাব্দিক’ পত্রিকা। কাজ করেছেন নৌবাহিনীতে, ব্যাঙ্কে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘হৃদয় খোঁজে মাটি’, ‘মরুতৃষা’, ‘পরবাসে যাবে কৃষ্ণচূড়া’, ‘নিষিদ্ধ কবিতার হাড়মাস’, ‘জলপোকা’, ‘আগুনের তৃষ্ণা’, ‘আদম ইভ পদাবলি’, ‘অসুখের দিনলিপি’, ‘ঈশ্বর হস্তান্তর বিষয়ক’, ‘ঋতুবদলের ধারাভাষ্য’, ‘সন্ধের সনেট’, ‘কলাবৌ ধানকাব্য’, ‘কাব্যসমগ্র ১’ ইত্যাদি। তাঁর গল্পগ্রন্থ ‘কৃষ্ণগহ্বর রহস্য’ এবং উপন্যাস ‘অসময়ের যাপননামা’ ও ‘দিনবদলের গান’। উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ‘মুর্শিদাবাদ : বন্যা ও ভাঙনের রূপরেখা’, ‘মুর্শিদাবাদের মুসলিম জনমানস’, ‘বিশ্ব পরিবেশ ভাবনা’, নজরুল সাহিত্যের দিকবলয়’, ‘অন্ত্যজবর্গীয় উপাখ্যান’ ইত্যাদি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাংলা বানানের জগাখিচুড়ি, অভিন্ন বিধি প্রণয়ন জরুরি

পাঠ্যপুস্তকে, সাহিত্যে বাংলা বানানের বদল লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজ অবধি বাংলা বর্ণমালার সেই অর্থে কোনও পরিবর্তন সূচিত হয়নি। আজ প্রচলিত বাংলা বানান আদি সংস্কৃত থেকে অনেকটাই সরে এলেও বাংলা বর্ণমালা হুবহু সংস্কৃত ধারাতেই বিদ্যমান। বিভ্রাট এখানেও।

Read More »