Search
Generic filters
Search
Generic filters
দীপককুমার দাঁ

দীপককুমার দাঁ

দীপককুমার দাঁ অবসরপ্রাপ্ত শিক্ষক, বিজ্ঞান ও পরিবেশ কর্মী, লেখক এবং সম্পাদক। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ডা. নীলরতন সরকারকে নিয়ে একমাত্র গ্রন্থ, রাধানাথ শিকদারকে নিয়ে প্রামাণ্য গ্রন্থ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ওপরে পাঁচটি গ্রন্থ, মেঘনাদ সাহার বাংলা বিজ্ঞান রচনা সংগ্রহ এবং ভূতাত্ত্বিক প্রমথনাথ বসুর ওপরে তিনটি গ্রন্থ। এছাড়া আঞ্চলিক জীববৈচিত্র‌্য, মৌপালন ও কৃষকদের নিয়ে কাজেও উৎসাহী তিনি। সহধর্মিণী রেখাদেবীর সঙ্গে মিলে গড়ে তুলেছেন ‘গোবরডাঙা গবেষণা পরিষৎ’ নামে একটি পাঠাগারও।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভূতত্ত্ববিজ্ঞানী, শিক্ষা সংস্কারক, দেশব্রতী আচার্য প্রমথনাথ বসু

India’s First Bengali Story Portal. আচার্য সত্যেন্দ্রনাথ বসু যথার্থই লিখেছেন, ‘‘জগদীশচন্দ্র ও প্রফুল্লচন্দ্র উভয়েই দেশবিখ্যাত বিজ্ঞানী। এঁদেরও আগে আর একজন বাঙ্গালী বিলাত থেকে বিজ্ঞানে কৃতবিদ্য হয়ে দেশে ফিরে আসেন, তিনি ভূতত্ত্ববিদ্ প্রমথনাথ বসু। প্রমথনাথের জীবনধারা কালেকালে তাঁকে বাঙ্গালাদেশের পূর্বাচার্যদের সম আসনে উঠিয়েছিল।’’ এই বিচারে ভারতে আধুনিক বিজ্ঞানের হাতেখড়ি ঘটেছিল আচার্য প্রমথনাথের দ্বারা। স্বভাবে জাত বৈজ্ঞানিকের কর্মভাবনায় তিনি দীক্ষিত ছিলেন। বিজ্ঞানের শিক্ষা ও গবেষণা কার্যের প্রসারে; বিশেষ করে টেকনিক্যাল তথা প্রযুক্তি বিজ্ঞান শিক্ষার প্রসারে তাঁর অদম্য আগ্রহ ও নিবেদিত প্রচেষ্টা তাঁকে দেশগঠনের অগ্রপথিকের সম্মানে ভূষিত করেছে।

Read More »