Search
Generic filters
Search
Generic filters
বিজন সাহা

বিজন সাহা

বিজন সাহার জন্ম বাংলাদেশের মানিকগঞ্জের তরা গ্রামে ১৯৬৪ সালে। ১৯৮৩ থেকে রাশিয়ায় বসবাস। বর্তমানে কাজ করছেন জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ, দুবনায়। গবেষণা করেন কসমোলজির উপর। ফটোগ্রাফি, লেখালেখি হবি। এছাড়া শিক্ষকতা করছেন মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রাশিয়ার চিরকুট

ছোটবেলায় ছেলেমেয়েদের এক বাটি দুধে বেশ কিছু পিঁপড়া ছেড়ে পান করতে দেওয়া হয়। সবার বিশ্বাস, পিঁপড়া যেহেতু সাঁতার কাটতে জানে তাই যে কেউ পিঁপড়া সহ দুধ পান করলে অটোম্যাটিক্যালি সাঁতার শিখে যাবে। আমিও সাঁতারের হাতেখড়ি নিয়েছিলাম পিঁপড়া দুধ পান করেই। তবে দুধ আমার কখনওই সহ্য হয় না। পুরোটা গিলতে পারিনি। আবার হতে পারে ওই পিঁপড়েরা ছিল ফাঁকিবাজ অথবা ভেজাল ছিল দুধে কিংবা দুই–ই— আমি বড় বা ছোট কোনও খালেই সাঁতার শিখতে পারিনি।

Read More »