Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আলোময়ী নুড়ি, খ্যাপা খুঁজে ফেরে আলোক-পাথর!

চকমকি পাথর ঠুকে আগুন জ্বালানোর কথা আমাদের জানা। কিন্তু পাথরে আলো জ্বলে, কস্মিনকালে শুনেছেন? হ্যাঁ, ঠিক এমনই এক প্রদীপ্ত পাথর রয়েছে জগতে। সেই আলোধারী পাথর একবার চাক্ষুষ করলে আপনি নিশ্চিত মুগ্ধ হবেন। ঝলমলে সেই পাথরের নাম ‘ইয়োপারলাইট’। উত্তর আমেরিকায় বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ লেক সুপিরিয়র উপকূলের বাসিন্দা এই পাথরের নামকরণ ও ‘আবিষ্কারের’ কৃতিত্বের দাবিদার নিয়ে নিকট-অতীতে শুরু হয়েছিল বিতর্কও।

সেটা ২০১৮-র কথা। ফ্লুরোসেন্ট সোডালাইট সমৃদ্ধ এই সাইনাইট শিলাখণ্ডের প্রথম ‘ভেরিফায়েড’ সন্ধানীর কৃতিত্ব পান এরিক রিন্টামাকি নামে এক রত্ন এবং খনিজ সংগ্রাহক। তিনি এই জ্বলজ্বলে পাথরের নাম রাখেন ‘ইয়োপারলাইট’ (yooperlite)। শুরু হয় এক নব্য প্রস্তর যুগ এবং এই আলোময়ী প্রস্তরখণ্ডের ব্যবসায় যথারীতি ফুলেফেঁপে ওঠেন। এই বাণিজ্যে এরিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন জেসন অ্যাসেলিন নামে আরেক ব্যক্তিও। তিনি এই আশ্চর্য পাথরের নাম দেন ‘লেকশোর অ্যাম্বারলাইট’।

আমেরিকার আপার মিশিগানের আদি বাসিন্দাদের কাছে এই আলো-পাথর ‘ইয়োপার’ নামে পরিচিত হলেও অংশুমান এই পাথরের ‘টেকনিক্যাল টার্ম’ সাইনাইট (syenite) রক, যা ফ্লুরোসেন্ট সোডালাইট সমৃদ্ধ। সুপিরিয়র লেকের সৈকতে তাদের দেখা মেলে। উপর উপর দেখলে তাকে অন্য নুড়িপাথরের সঙ্গে আলাদা করা যাবে না। তারা আসলে বেলাভূমিতে ঘুমন্ত অবস্থায় থাকে। বেগুনী বর্ণের আল্ট্রাভায়োলেট (ইউ ভি) আলো সেই উপলখণ্ডের ওপর পড়লে পলকে উদ্ভাসিত হয় এবং দীর্ঘক্ষণ সেটি অগ্নিবর্ণ আলো ধরে রাখে।

স্ফুরজ্যোতির্ময় বা প্রতিপ্রভ (ফ্লুরোসেন্ট) এই নুড়ি পাথর অন্বেষণী ভ্রমণ এখন মিশিগানে বেশ জনপ্রিয়। যা দেখেশুনে আপনার রবি ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের ‘পরশ-পাথর’ কবিতার পঙ্‌ক্তি মনে পড়বে। ‘খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।’ অনলাইনেও কিনতে পাওয়া যায় বহুমূল্য এই দ্যুতিময় শিলা, যা বিলাসী মানুষের প্রাসাদ আলো করে থাকে। তাই সাগরপারের আঁধারে মুহুর্মুহু বেগুনী আলোর ঝলকানি। সাগরবেলায় ঝিনুক নয়, খ্যাপা খুঁজে ফেরে আলোক-পাথর!

চিত্র : গুগল
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Recent Posts

কাজী তানভীর হোসেন

ধানমন্ডিতে পলাশী, ৫-ই আগস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের নামে কয়েকদিন ধরে যা ঘটেছিল, তা শুরু থেকেই গণআন্দোলনের চরিত্র হারিয়ে একটা সন্ত্রাসী কার্যক্রমে পরিণত হয়েছিল। আজ আমরা কার্যক্রম দেখেই চিনে যাই ঘটনাটি কারা ঘটাচ্ছে। আগুন আর অস্ত্র নিয়ে রাজনীতি করার স্বভাব রয়েছে বিএনপি-জামাত ও রোহিঙ্গাদের। তারা যুক্তিবুদ্ধির তোয়াক্কা করে না।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধদেব ভট্টাচার্য: কিছু স্মৃতি, কিছু কথা

আমরা বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রী পেয়েছিলাম, যাঁকে খুব সঙ্গত কারণেই ‘পশ্চিমবঙ্গের রূপকার’ বলা হয়। পেয়েছি প্রফুল্লচন্দ্র সেন ও অজয় মুখোপাধ্যায়ের মতো স্বার্থত্যাগী মুখ্যমন্ত্রী। এবং জ্যোতি বসুর মতো সম্ভ্রান্ত, বিজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখর কমিউনিস্ট রাজনীতিবিদ। কিন্তু তাঁদের সকলের চেয়ে অধিক ছিলেন বুদ্ধদেব। কেননা তাঁর মতো সংস্কৃতিমনা, দেশবিদেশের শিল্প সাহিত্য চলচ্চিত্র নাটক সম্পর্কে সর্বদা অবহিত, এককথায় এক আধুনিক বিশ্বনাগরিক মানুষ পাইনি। এখানেই বুদ্ধদেব ভট্টাচার্যের অনন্যতা।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর দুটি কবিতা

তারার আলো লাগে না ভাল, বিজলীবাতি ঘরে/ জ্বালাই তাই অন্তহীন, একলা দিন কাটে/ চেতনা সব হয় নীরব, বেদনা ঝরে পড়ে/ যজ্ঞবেদী সাজানো থাকে, জ্বলে না তাতে ধূপ/ রাখে না পদচিহ্ন কেউ ঘরের চৌকাঠে/ শরীরে ভয়, নারীরা নয় এখন অপরূপ/ তারারা সব নিঝুম ঘুমে, চাঁদের নেই দেখা/ অর্ধমৃত, কাটাই শীত ও গ্রীষ্ম একা একা

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বিশ্বকর্মার ব্রতকথা

বিশ্বকর্মা পুজোতেও কেউ কেউ বিশ্বকর্মার ব্রত পালন করে থাকেন। এমনিতে বিশ্বকর্মা যেহেতু স্থাপত্য ও কারিগরির দেবতা, তাই কলকারখানাতেই এই দেবতার পুজো হয়ে থাকে। সেখানে ব্রতকথার স্থান নেই। আবার কোন অলৌকিক কারণে এবং কবে থেকে যে এদিন ঘুড়িখেলার চল হয়েছে জানা নেই। তবে বিশ্বকর্মা পুজোর দিন শহর ও গ্রামের আকাশ ছেয়ে যায় নানা রঙের ও নানা আকৃতির ঘুড়িতে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তমকুমার কখনও বাংলাদেশে পা রাখেননি!

ভাবতে অবাক লাগে, ‘৭১-পরবর্তী বাংলাদেশ উত্তমকুমারকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানায়নি। টালিগঞ্জের কিছু অভিনেতা-অভিনেত্রী কাজ করেছিলেন সদ্য-স্বাধীন বাংলাদেশে। অন্যদিকে ববিতা, অলিভিয়া ও আরও কেউ কেউ টলিউডের ছবিতে কাজ করেছেন। ঋত্বিক ঘটক, রাজেন তরফদার ও পরে গৌতম ঘোষ ছবি পরিচালনা করেছেন বাংলাদেশে এসে, কিন্তু উত্তমকুমারকে আহ্বান করার অবকাশ হয়নি এখানকার ছবি-করিয়েদের।

Read More »