শতরূপা সরকারের কবিতাগুচ্ছ
India’s First Bengali Story Portal. দুইয়ের সঙ্গমে যে সুর বাজে আমি তাকে রূপকথা বলি।/ মাধবীলতার ছায়া টানি বুকের ভিতর।/ তোমাকে গুছিয়ে রাখি বড় যত্নে/ জলবাতাসা দিই।/ বাতাস তালপাতা পাখা নেড়ে।/ শীতল পাটি বিছিয়ে দিই আদরে/ তোমার ঘুম আসুক/ দুচোখে খুলে যাক খাঁচা/ তুমি পাখি হও প্রিয়!/ বুকে মাথা রাখি তোমার/ বুকে তোমার সবুজ পাহাড়/ যদি, রাস্তা ভুল হয়/ তুমি সামলে নিয়ো/ বেসামাল গভীর খাদ!