Search
Generic filters
Search
Generic filters
শতরূপা সরকার

শতরূপা সরকার

শতরূপা সরকার কবিতা লেখেন। ছোটবেলা কেটেছে কলকাতা আর অশোকনগর মিলে। তাই শহর আর গ্রাম মিলেমিশে গেছে বরাবর মনের ভিতর। ঘরের পরিবেশে ছোট থেকেই রঙতুলি, শব্দ, তাল আর সুরের ভিতর খেলতে খেলতে বড় হয়ে যাওয়া। প্রাতিষ্ঠানিক ডিগ্রিতে বিশ্বাসী নন। এখন ভীষণ শান্তি পান বোলপুরে থাকতে পারলে। লালমাটি আর সবুজের ভিতর বাউলের ঘর ওড়ে যেখানে। এখন সেখানেই আশ্রয় তাঁর বেশ কিছু সময়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শতরূপা সরকারের কবিতাগুচ্ছ

India’s First Bengali Story Portal. দুইয়ের সঙ্গমে যে সুর বাজে আমি তাকে রূপকথা বলি।/ মাধবীলতার ছায়া টানি বুকের ভিতর।/ তোমাকে গুছিয়ে রাখি বড় যত্নে/ জলবাতাসা দিই।/ বাতাস তালপাতা পাখা নেড়ে।/ শীতল পাটি বিছিয়ে দিই আদরে/ তোমার ঘুম আসুক/ দুচোখে খুলে যাক খাঁচা/ তুমি পাখি হও প্রিয়!/ বুকে মাথা রাখি তোমার/ বুকে তোমার সবুজ পাহাড়/ যদি, রাস্তা ভুল হয়/ তুমি সামলে নিয়ো/ বেসামাল গভীর খাদ!

Read More »