
গুলজারের একগুচ্ছ কবিতা
কুয়ো বোজানো হচ্ছিল/ দম আটকে আসছিল কুয়োর/ কয়েক মণ মাটি ফেলা সারা/ বহু তক্তা কাটা হয়েছে// দুধার থেকে লোহার রড সাজিয়ে/ প্রবীণ মিস্ত্রি ডেকচিতে সিমেন্ট গুলে ছড়িয়ে দিচ্ছে চারধারে/ কুয়ো বোজানো হচ্ছিল।// ডানা ঝাপটিয়ে কুয়োর জলে স্নান সারত/ চিন্তিত সে আজ…/ পিপুল শাখায় উড়ে বেড়িয়েছে সারা দুপুর/ বড় অস্থির হয়ে আছে ঘুঘু।/ সংবিগ্ন পাখি বুঝতে পারে না/ একটা জ্যান্ত কুয়োকে মানুষ কেন কবর দিচ্ছে!