রবীন ব্যানার্জি
রবীন ব্যানার্জি দীর্ঘ ৪০ বছর ধরে অপ্রচলিত শক্তি বিভাগে কর্মরত। ‘বিজ্ঞান ও বিজ্ঞানকর্মী’ পত্রিকার সঙ্গে যুক্ত, বিষয় বিজ্ঞান ও পরিবেশ। জৈব কৃষির প্রসারে পুরুলিয়া জেলায় চাষাবাদ শুরু করেছেন এবং বর্তমানে ‘টালা বসুন্ধরা’ তৈরি করে অর্গানিক মার্কেট ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছেন। উত্তরপাড়া ও শিলিগুড়িতেও তৈরি করেছেন বসুন্ধরা। বহু জায়গায় ছোট ছোট জৈব খাদ্যের দোকান তৈরি করে চলেছেন। জৈব কৃষির প্রসারে আয়োজন করেন বিভিন্ন সেমিনারও।