ভিনসেন্ট ভ্যান গঘের চিঠি
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩। ভিনসেন্ট ভ্যান গঘের চিঠি। এই চিঠিগুলি ভিনসেন্ট ভ্যান গঘ তাঁর ভাই থিয়ো ভ্যান গঘকে লেখেন ১৮৭৫-৮২ সালের মধ্যে। ভিনসেন্টের চিঠিগুলি লক্ষ্য করলে দেখা যাবে, কিছুটা এলোমেলো, হঠাৎ হঠাৎ সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে, অজস্র পারিবারিক ও ব্যক্তিগত কথার আশেপাশে ঘোরাফেরা করেছে একা একজন শিল্পীর গভীরতম অনুভব। অনুবাদ করেছেন চিন্ময় মুখোপাধ্যায়।