আদল
বোধন কি জেনেছে, বুকে রাখা মুখ।
জলে জলে কেন শুধু ভাসা!
বাঁধনে বেঁধেছে যে, সেই জেগে আছে।
প্রত্যহ ঘন যাওয়া-আসা।
এ দ্যুতি ফেরে যদি বুকে, দিন শেষে
যদি পথভুলে দেয় দেখা।
যদি মনে হয়, অদেখা বিকেলে
ভিড়ে ভিড়ে এত কেন একা!
ভাসানের দিক, ঘেরে সঙ্গীত
জন্মের জন্ম ছুঁয়ে আসা।
অদেখা আদলে গড়ে তোলা মুখে,
জেগে থাকে থিতু ভালবাসা।
চিত্রণ: মনিকা সাহা





