Search
Generic filters
Search
Generic filters
সৌরভ নন্দী

সৌরভ নন্দী

সৌরভ নন্দী বীরভূমের সদর শহর সিউড়ীর বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাপাই চিত্রকলা (Printmaking) বিভাগ থেকে স্নাতকোত্তর। বর্তমানে ছাপচিত্রী হিসাবে কাজ করেন ও কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পকলা বিষয়ক শিক্ষক হিসাবে কর্মরত। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ কিছু ছাপাই চিত্রের প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম ঠাঁই পেয়েছে। গ্রামীণ শিল্প, সংস্কৃতি নিয়েও লেখালেখি করে থাকেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গ্রামের নাম কড়িধ্যা

বীরভূমের প্রাচীনতম জনপদ এই কড়িধ্যা। ঐতিহাসিকরা মনে করেন, প্রাচীনত্বের দিক দিয়ে কড়িধ্যা সিউড়ির চেয়েও পুরনো। কড়িধ্যা নামকরণের ইতিহাস জানা না গেলেও মনে করা হয়, কড়ি শব্দ থেকে এই নাম আসতে পারে। বাংলায় বিনিময় মাধ্যম হিসেবে একদা কড়ির প্রচলন ছিল। এখানে সমৃদ্ধ তাঁতি ও শাঁখারি সম্প্রদায়ের মানুষের বাস ছিল। শঙ্খ, কড়ি ইত্যাদি নিয়ে শাঁখারিদের কারবার স্বাভাবিক। কড়িধ্যার জমিদাররাও ছিলেন অবস্থাসম্পন্ন। এই গ্রামেই জন্মেছেন সমকালীন বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতকার ও গায়ক শিলাজিৎ মজুমদার, যিনি শিলাজিৎ নামেই সমধিক পরিচিত।

Read More »