কল্যাণময় দাস
কল্যাণময় দাস নাটককার, নাট্য ও চলচ্চিত্র পরিচালক। তাঁদের নাট্যদল ‘জিস্কেটেড’ মূলত গ্রামাঞ্চলে নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি ডুয়ার্সের জনজাতি এবং নেপালি সংস্কৃতি নিয়ে গবেষণারত। বিভিন্ন পত্রপত্রিকায় উত্তর-সম্পাদকীয় এবং ফিচার লেখেন। প্রায় শ’খানেক নাট্যরচনা করেছেন। প্রকাশিত নাটকের বই ‘ভাল্লাগেনা’। তাঁর একাধিক নাটক নেপালি ভাষায় অনূদিত।