Search
Generic filters
Search
Generic filters
জগদীশ গুপ্ত

জগদীশ গুপ্ত

জগদীশ গুপ্ত বাংলা সাহিত্যের স্বতন্ত্র ঘরানার কথাসাহিত্যিক। তাঁর জন্ম ১৮৮৬-র ৫ জুলাই অবিভক্ত ভারতের কুষ্টিয়ায়। প্রথম জীবনে কবিতা লিখলেও তাঁর অসামান্য সৃষ্টির পরিচয় মিলেছে অসংখ্য গল্প ও উপন্যাসে। সমসময়ের চেয়ে অনেকখানি এগিয়েও ছিলেন। অবশ্য পাঠকের কাছে বিশেষ সমাদর পাননি। তাঁর অনেক লেখা হারিয়ে যাওয়ার সেটাও অন্যতম কারণ। থিতু হতে পারেননি কোনও পেশাতেই। ফলে সচ্ছলতার মুখ দেখেননি কোনও দিন। সবমিলিয়ে অন্তত ৪০টি বই লিখেছেন। যদিও তার অধিকাংশই আর পাওয়া যায় না। ১৯৫৭-র ১৫ এপ্রিল কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মেঘাবৃত অশনি

অশনির মনে হয় এই নির্জনতা আর নীরবতা ভূগর্ভস্থ কবর নহে, আকাশময় নির্লিপ্ততা; বায়ুহীন শূন্যে এই আবাস নির্ম্মাণ করিয়া সেই স্থানেরই আত্মনিমগ্নতা, চিরস্থিরতা, আর ইথারীয় একটা স্থির দীপ্তি দিয়া, আর, নিঃসঙ্গ ধ্যানের একটা গরিমায় মণ্ডিত করিয়া কে বা কাহারা যেন ইহাকে উদ্ধারণপুরের শৈলমূলে সন্তর্পণে নামাইয়া দিয়াছে। তাজমহলের মতো এটাও একটা নিখুঁত কবিতা…

Read More »