দেবব্রত রায়
দেবব্রত রায়ের লেখার বিষয় মূলত কবিতা এবং গল্প। লিখেছেন কবিতা পাক্ষিক, টার্মিনাস, সংবাদ (দৈনিক), বিন্দু, প্রতিভাস, প্রতিলিপি, সুখপাঠ, দৈনিক বজ্রকণ্ঠ, গল্পগুচ্ছ, কফিহাউসের চারপাশে, কলেজস্ট্রীট, ১৪০০ সাল, ঋতুযান, কবিতা ক্যাম্পাস, কবিতা নগর, স্বদেশ, কবিতা সরাণ, সমিধ, দ্বিমাসিক কচিপাতা, গল্পগুচ্ছ প্রভৃতি দুই বাংলার বহু পত্রপত্রিকা এবং ই-ম্যাগাজিনে।