নিরিবিলি গ্রাম ও একার-গোপন বর্তমান
গ্রামের বাড়ির দুটো ডুমুর গাছ,
পুরোনো নীল রেলগাড়িতে হোমারের চিঠি নিয়ে এক ডাকপিওন,
জাহাজে চাকরি নিয়ে চলে গেছে তোমার
আপনজন তাকে উপকূল ডাকছে হয়তো,
গ্রামীণ এই নিরিবিলি এখন তোমারই,
তুমি সুফিয়া কামাল হয়ে বিস্মৃত,
একটি ভায়োলিন নিয়ে বর্তমান দোলাচলের মুকাবিলা করো, আমি নির্বাসনে থাকাকালীন যে বুদবুদে আঁচড় কেটেছিলাম— সেই কথার সাথে তোমার শিৎকার আর গোপন জামা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।