Search
Generic filters
Search
Generic filters
শ্যামলেশ ঘোষ

শ্যামলেশ ঘোষ

শ্যামলেশ ঘোষ প্রায় তিন দশক ধরে পত্রপত্রিকা সম্পাদনায় যুক্ত। প্রথাগত শিক্ষায় নাটকে স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। নানা বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর জীবন। চর্চা করেছেন মার্শাল আর্ট ও হকি খেলা এবং গান, থিয়েটার প্রভৃতি সংস্কৃতির। সবান্ধব লিটল ম্যাগাজিন প্রকাশ করেছেন দীর্ঘদিন। লিখেছেন কবিতা-ছোটগল্প-প্রবন্ধ এবং সমাচার-নিবন্ধাদি। সংবাদমাধ্যম ছাড়াও চাকরি করেছেন প্রকাশনা সংস্থার প্রুফরিডার, সিগারেট এবং প্রসাধনী কোম্পানির বিপণনকর্মী হিসেবে। তাঁর কাব্যপুস্তিকার নাম ‘একটা ম্যাজিকাল ওভারব্রিজ’ (উল্কা, ২০০৬)। বন্ধু উৎপলকুমার মণ্ডলের সঙ্গে মিলে বানিয়েছেন কবি বিনয় মজুমদারের ওপর তথ্যচিত্র ‘প্রকৃত সারসের খোঁজে’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp