Search
Generic filters
Search
Generic filters
অনির্বাণ চৌধুরী

অনির্বাণ চৌধুরী

অনির্বাণ চৌধুরী লেখেন কবিতা, গান, গল্প, নাটক এবং প্রবন্ধ। পড়াশোনা বিজ্ঞান নিয়ে। করেছেন এম বি এ। কর্পোরেট সংস্থায় কর্মরত। তাঁর প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘অনিরডায়েরী ও রবীন্দ্রনাথ’। এই বইয়ের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মান। তাঁর প্রকাশিত কবিতা সংকলন: ‘ম্যাগনোলিয়ার খোঁজে’, ‘ম্যাগনোলিয়া দূর আলেয়া’, ‘হিয়া’র মাঝে’ এবং ‘চোখের জলে রোদের বেড়া’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ফেসবুক দুর্গা

একটি মুদ্রার মধ্যে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গ্রীবা ও গোড়ালি। দৃষ্টি বা ভ্রূভঙ্গি থেকে ছলকে পড়া ইঙ্গিতময়তা আলো। এ কি কোনও প্রাচীন কাল? শিল্প ইতিহাস খুঁজে খুঁজে এ কোন নর্তকীর ছায়া নতজানু হয়ে নুয়ে পড়েছে ড্যানিয়েলের বন্ধ কাচে! প্রস্তরের ইশারায় তীব্র আবেদন। গোড়ালিতে নূপুর ঠোকা তাল, ঠোঁটের কোণে দুলে উঠল খিলখিলিয়ে। ঝর্নার শব্দেই হয়তো উইন্ডো গ্লাসের অটোমেটিক বাটনে আঙুল চেপে বসল ড্যানিয়েলের। চোখের ওপর থেকে স্বচ্ছ পর্দা সরে গেল।

Read More »