ফেসবুক দুর্গা
একটি মুদ্রার মধ্যে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গ্রীবা ও গোড়ালি। দৃষ্টি বা ভ্রূভঙ্গি থেকে ছলকে পড়া ইঙ্গিতময়তা আলো। এ কি কোনও প্রাচীন কাল? শিল্প ইতিহাস খুঁজে খুঁজে এ কোন নর্তকীর ছায়া নতজানু হয়ে নুয়ে পড়েছে ড্যানিয়েলের বন্ধ কাচে! প্রস্তরের ইশারায় তীব্র আবেদন। গোড়ালিতে নূপুর ঠোকা তাল, ঠোঁটের কোণে দুলে উঠল খিলখিলিয়ে। ঝর্নার শব্দেই হয়তো উইন্ডো গ্লাসের অটোমেটিক বাটনে আঙুল চেপে বসল ড্যানিয়েলের। চোখের ওপর থেকে স্বচ্ছ পর্দা সরে গেল।