Site icon BhaloBhasa

সৈয়দ কওসর জামালের কবিতা

আলোর স্বভাব

যতই স্বপ্নের কথা বলো,
ফ্যাকাসে দৃষ্টির মধ্যে যেকোনো রংরেখা
.                                 নিঃসঙ্গতার কক্ষপথ
বিরোধাভাসের ছায়া আমাকে করেছে স্বপ্নহীন
স্মৃতি, শুধু স্মৃতিই সম্বল করে পথিক চলেছে
আলো নেই পদচিহ্ন নেই
তবুও এগোই আমি স্রোতের ওপরে কোনো
                                    নৌকার মতন
ছিন্ন পাল, নামহীন, একা
প্ররোচনা বল্গাহীন, অপরাহ্ণবেলা
স্বপ্ন নিভে আসে যেভাবে দিনের আলো
পথও কি ক্রমশ ছোটো আলোর স্বভাবে?

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়