Site icon BhaloBhasa

কালীকৃষ্ণ গুহর কবিতা

বোঝাপড়া

কখনো কখনো সবকিছু থেকে
সরে যাবার সময় আসে—
দূরে চলে যাবার সময়।

কত দূর যাওয়া যায়?
চারদিকে মানুষের
কত দুঃখকষ্টের সংসার—
কত পশুপাখি কীটপতঙ্গ
কত অনাহার আর উনুনের ধোঁয়া
কত আলোবাতাসের প্রকাশিত আনন্দ
কত বন্ধুত্ব গড়ে ওঠা আর ভেঙে যাওয়া।

একদিন একজন অচেনা লোক
এগিয়ে এসে বলেছিলেন,
“চেনা চেনা লাগছে। কোথায় থাকেন?”
কিন্তু প্রশ্নের উত্তর না শুনেই
তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছিলেন।

এখন মনে মনে সেই লোকটাকে খুঁজি। তাকে চিৎকার করে
জিজ্ঞেস করতে চাই,
“আপনি কে?”

এখন এই একটাই কাজ…

চিত্রণ : চিন্ময় মুখোপাধ্যায়