Site icon BhaloBhasa

কুণাল বিশ্বাসের কবিতাগুচ্ছ

প্রহর

এই ঘাস শিশিরে সামিল
বিবরণী হলে শুধু ভোরটুকু লেখা
দেখা হবে প্যালেট সকালে
হাতে ব্রাশ নতমুখ তিনি বসা লোক
শাদায় সবুজ আর কুসুম হলুদ
জনারের ছবি আঁকবেন
মনে করে ছাদে ওঠা লতা
এবং সামান্য জলে উন্নাসিক লাল রং গুলে
পাতায় নিহত ফল, ডাল শিরীষের

কথা

আমার ভিতর কখন সে পাখি ডেকে উঠেছে যে উড্ডয়ন ভুল করে বারবার গাছ থেকে হেলে পড়ে যায়। বলে আমি পাখি নই, পাতা, শিরা নয়, কররেখা ধরে আছি যেন কতকাল। প্রকৃতির সূত্রগুলো মানি, কীটদষ্ট, মৃত্তিকায় মাটি হয়ে মিশি।

ডানাগুলো খেয়েছি রঙিন।

মিতালি

হে গভীর শ্বেত, পাঠাও হারানো লেখা
আমার জানালা ভাল নেই
ভোরের বদলে খাকি রোদের সকাল
দরজায় ফাঁকে

কে চায় ফলবিহীন গাছ
রৌদ্র, মেলে দেওয়া গামছায়
সব ঘাম থিতু হয়ে আছে

কে দেবে গোপন খামে লিখে
জলচিঠি, বিছে মেঘ, শেষ জুনিপার

অবসর

এভাবে সে যাবে চলে যে-কোনো দিকেই
খুঁজে নেবে তালশাঁস, ঝিল অভিমুখ
ছবির কথায় যেন রং ভারী হয়
যত ঘাট বুকে ঢেউ মেনে
ডুব দেয়, ভিজে ওঠে দেখায় অনেক
সকলের ডাকনাম স্নান
আড়ালে সে গড়েপিঠে জলের প্রবাদ

চাতক

অযথা নতুন করে পাথরের গুণ করো কেন
ছাতিফাটা দেশ তায় ঘাসগুলো জ্বলে
অসুখে অমিল পাতা, কবিরাজ মরে পুড়ে গেছে
ভাল শুধু এই জল উঠোন মুলুক
চারাগাছে ছিঁটেফোঁটা, বাকিটুকু ঢালি
ভেজা চুলে যতবার লাল মগ স্বয়ং শ্রাবণ

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়